মার্তিনেসের জোড়া গোলে ইতালিয়ান কাপ জিতল ইন্টার

বিটিসি স্পোর্টস ডেস্ক: লাউতারো মার্তিনেসের জোড়া গোলে ফিওরেন্তিনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতল ইন্টার মিলান। আসরটিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো দলটি। মোট মিলিয়ে এটি তাদের নবম শিরোপা, এবার জিতে দলটি স্পর্শ করল রোমাকে। তাদের চেয়ে বেশি শিরোপা (১৪) আছে কেবল জুভেন্টাসের।
বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। নিকোলাস গনসালেসের গোলে শুরুতেই এগিয়ে যায় ফিওরেন্তিনা। মার্তিনেসের জোড়া গোলে জয়ের হাসিতেই মাঠ ছাড়ে ইন্টার।
এদিন অথচ খেলা মাত্র তৃতীয় মিনিটে এগিয়ে যায় ফিওরেন্তিনা। জাকোমো বোনাভেঞ্চুরার ক্রসে দূরের পোস্টে বল পেয়ে যান গনসালেস। অরক্ষিত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বাকিটা সারেন অনায়াসে।
তবে ২৯তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতা ফেরায় ইন্টার। মার্সেলো ব্রজোভিচের ডিফেন্স চেরা পাস পেয়ে জাল খুঁজে নেন অরক্ষিত মার্তিনেস। চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের হয়ে এটি তার ২৬তম গোল। আর ৩৭তম মিনিটে এগিয়েও যায় ইন্টার। নিকো বারেল্লার ক্রসে অ্যাক্রোবেটিক ভলিতে ফের গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেস।
আগামী ১০ জুন ইস্তানবুলে ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইনজাগির দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.