মহাকাশে পাঠানো ইরানের নতুন স্যাটেলাইটের তথ্য পাঠানো শুরু

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ‘খৈয়াম’ নামে ইরানের আরেকটি স্যাটেলাইট মঙ্গলবার মহাকাশে পাঠানো হয়েছে। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে, তারা ‘খৈয়াম’ স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে তথ্য পেতে শুরু করেছে।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই স্যাটেলাইটটি কাজাখস্তানে অবস্থিত রুশ নিয়ন্ত্রিত ‘বাইকোনুর’ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে। 
স্যাটেলাইটটি মহাকাশে বহন করেছে রাশিয়ার সয়ুজ রকেট। ইরানের বিভিন্ন সূত্র বলেছে, এই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে তেহরান-মস্কো কৌশলগত সহযোগিতার সূচনা হলো।
ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি স্যাটেলাইট উৎক্ষেপণের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, মহাকাশেও ইরানের জ্ঞান ও প্রযুক্তি প্রভাব বিস্তার করেছে।
তিনি আরও বলেছেন, প্রাকৃতিক পরিবেশ, খনিজসম্পদ, বন, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে এ স্যাটেলাইটকে কাজে লাগানো হবে। এ ছাড়া দেশের সীমান্ত রক্ষায় এই স্যাটেলাইটের পাঠানো তথ্য ও ছবি ব্যবহার করা হবে।
ইরান মহাকাশ গবেষণায় এ পর্যন্ত অনেক সাফল্য অর্জন করেছে এবং নিজেরাই এ পর্যন্ত কয়েকটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
২০১৭ সালে ইমাম খোমেনি মহাকাশ কেন্দ্র সফলতার সঙ্গে স্যাটেলাইটবাহী রকেট সি-মোর্গ উৎক্ষেপণ করে এবং সেটি সফলভাবে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে। (সূত্র: আল জাজিরা)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.