রাশিয়া তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায় : এরদোগান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিশ্বের শক্তিধর দেশগুলো এখন তুরস্কের সঙ্গে যৌথভাবে ড্রোন বানাতে চায়।
সম্প্রতি কৃষ্ণসাগরের পাশে সূচিতে রুশ অবকাশকেন্দ্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোগান। সেই বৈঠকে পুতিন তুরস্কের ড্রোন খাতে বিনিয়োগে আগ্রহ ব্যক্ত করেছেন বলে জানান এরদোগান।
আঙ্কারায় এক জনসভায় বক্তৃতাকালে এরদোগান বলেন, ইরানও তুরস্কের ড্রোন প্রকল্পে অংশীদার হতে চায়।
যুদ্ধক্ষেত্রে বর্তমানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে তুস্কের বায়রাকতার টিবি-২ ড্রোন। শত্রুপক্ষের নিশানায় নির্ভুল আঘাত হানতে জুড়ি নেই এ ড্রোনের।
এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন জানান, গত মাসে ইরানের রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন। ওই অনুষ্ঠানে এরদোগানও ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.