বিএনপি হচ্ছে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিএনপিতে পরিবারতন্ত্রের কথা তুলে ধরে দলটিকে এর ‘প্রধান পৃষ্ঠপোষক’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ। আওয়ামী লীগে পারিবারিক কারণে কাউকে কোনো পদ দেওয়া হয় না বলেও দাবি করেছেন তিনি।

বাংলাদেশের রাজনীতি এখন ‘পরিবারতন্ত্র’র দিকে যাচ্ছে- আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে গতকাল শনিবার (৪ জানুয়ারী) এ মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ রবিবার (৫ জানুয়ারী) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রীও বলেন, ‘বিএনপি হচ্ছে পরিবারতন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক। পরিবারতন্ত্রের মধ্যে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন সেটি তার বেলায়ই প্রযোজ্য। আমি প্রশ্ন রাখি ইশরাক হোসেন কোন যোগ্যতায় দক্ষিণ সিটির মেয়র পদে মনোনয়ন পাইলেন? তিনি রাজনীতি করেছেন? সাদেক হোসেন খোকার ছেলে, সেই যোগ্যতায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তাবিথ আউয়ালের বাবা বিএনপি’র ভাইস চেয়ারম্যান। প্রথমবার যখন তাকে মনোনয়ন দেওয়া হয় তিনি কোন যোগ্যতায় পেয়েছিলেন? ভাইস চেয়ারম্যানের ছেলের যোগ্যতায়।’

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া তার দলের মধ্যে পুরোপুরি পরিবারতন্ত্র চালু করেছিলেন। তার বোন খুরশিদ জাহান হককে তিনি প্রথম মহিলা দলের নেতৃত্ব দেন, দলের ভাইস চেয়ারম্যান বানান, এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বানান। ভাই সাঈদ এস্কাদারকে তিনি এমপি বানান এবং দলের বিশেষ সম্পাদক, তার জন্য নতুন পোস্ট খোলা হয়।’

‘আরেক ভাই শামীম এস্কান্দার কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও বিমানের ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণ করতেন। বেগম খালেদা জিয়ার আরেক বোন আছেন, তিনি ব্রুনাই থাকেন, বিউটি আপা, তার ছেলে সাইফুল ইসলাম ডিউককে ২০০১ সালে ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ দিয়েছিলেন। এ পদে থেকে তিনি নিজে যেমন ক্ষমতার অপব্যবহার করেছেন তেমনি অনেক কলঙ্করও জন্ম দিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে সরকারি বাড়ি দখল করেছিলেন। তার আরেক ভাই শাহরিন ইসলাম তুহিন, নীলফামারী বিএনপি’র সভাপতি অর্থাৎ খালেদা জিয়ার ভাগনে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি সকাল বেলা হঠাৎ দেখতে পেলাম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নিয়োগপ্রাপ্ত হলেন। তিনি কোনো রাজনীতির মধ্যে ছিলেন না। এখন বিএনপির চেয়ারম্যান হচ্ছেন খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তার পুত্র তারেক রহমান, দুজনই শাস্তিপ্রাপ্ত আসামি।’

কাগজে টুকে রাখা নোট দেখে দেখে হাছান মাহমুদ বলেন, ‘শুধু এখানেই সীমাবন্ধ নেই, নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুন রায় চৌধুরী, বাবা-মেয়ে দুজনেই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার স্ত্রী মহিলা দলের সভাপতি।’

‘পুরো পরিবারতন্ত্রের মধ্যে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন এটি তাদের দলের বেলায়ই প্রযোজ্য। আমাদের দলে কাউকে পারিবারিক কারণে কোনো পদ দেওয়া হয় না এবং হয়নি,’ বলেন তথ্যমন্ত্রী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.