বাম জোটের অবস্থান কর্মসূচি আগামীকাল

ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেধে আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী অবস্থান কর্মসূচি পালন করবে বাম গণতান্ত্রিক জোট।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। আজ বাম গণতান্ত্রিক জোটের সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে। এ ছাড়া সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও  সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সহসাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশ চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, পলিটব্যুরের সদস্য আজিজুর রহমান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনির উদ্দিন পাপ্পু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.