রাশিয়ায় গ্যাস বিস্ফোরণ: ধ্বংসস্তুপ থেকে ১১ মাসের শিশু জীবিত উদ্ধার

বিটিসি নিউজ ডেস্ক: গ্যাস বিস্ফোরণের ৩৫ ঘন্টা পর রাশিয়ার মাগনিতোগোরস্ক শহরের এক বহুতল ভবনের ধ্বংসস্তুপ থেকে ১১ মাসের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে তাৎক্ষণিকভাবে রাজধানী মস্কোতে নেয়া হয়েছে বলে জানায় উদ্ধারকারী দল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ছেলেশিশুটির জ্ঞান থাকলেও অবস্থা ‘খুবই গুরুতর’।

মন্ত্রণালয়ের বরাতে বিবি জানায়, ধ্বংসস্তুপের ভেতর প্রচণ্ড ঠান্ডায়ও শিশুটি দীর্ঘ সময় বেঁচে ছিল। কিন্তু ঠাণ্ডায় তার কয়েকটি অঙ্গ জমে গিয়ে সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তার মাথায় আঘাত লেগেছে এবং পায়ের কয়েক জায়গায় হাড় ফেটে গেছে।

 

ইভান নামের ছেলেটির মাও বেঁচে আছেন। তাকে অনেকক্ষণ আগেই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়।

নববর্ষের আগের দিন গ্যাস লিক থেকে বিষ্ফোরণ ঘটে ৯জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় উরাল পর্বতমালা সংলগ্ন মাগনিতোগোরস্ক শহরের ১০তলা ভবনটিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে ৩২ জন। এখনো উদ্ধারকাজ চলছে।

বিস্ফোরণের পর পরিস্থিতি বুঝতে মঙ্গলবারই মাগনিতোগোরস্ক শহরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিস্ফোরণের ঘটনায় ১০ তলা অ্যাপার্টমেন্ট ভবনের ৪৮টি ফ্ল্যাট ধসে পড়ে।  ভবনটিতে প্রায় ১২০ জন মানুষের বাস। তবে বর্ষবরণের জন্য কিছু মানুষ বাইরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.