বাগেরহাটে ৩ হাজার মিটার ইলিশের জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার প্রথম দিনে অবৈধভাবে মাছ ধরার চেষ্টা করায় তিন হাজার মিটার ইলিশ ধরা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।

গত রবিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১টার পর থেকে সোমবার (০৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জব্দ করা হয়। পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এসব জাল। তবে অভিযানের সময় কোন জেলেকে আটক করতে পারেনি মৎস্য বিভাগ।
শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বিটিসি নিউজকে বলেন, মা ইলশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিনের জন্য থেকে ইলিশ আহরণ, বিপনন ও সংরক্ষন নিষিদ্ধ করা হয়েছে।
নিষিদ্ধ এই সময়ে গভীর সমুদ্র, বলেশ্বর নদী এবং ভোলা নদীসহ স্থানীয় সকল নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে কোনো ধরণের জাল ফেলে মৎস্য আহরণ করা যাবে না। নির্দিষ্ট এই সময়ের মধ্যে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা গ্রহন করা হবে। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে মাছ ধরার চেষ্টা করছিল। আমরা অভিযান চালিয়ে তিন হাজার মিটার জাল জব্দ করেছি। যার বাজার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা। এসব জাল বলেশ্বর নদীর তীরেই পুড়িয়ে ফেলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.