বাগেরহাটের ফকিরহাট ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্ভোধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্ভোধন করা হয়েছে।

এ নিয়ে উপজেলার মোট ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল ক্যাম্পাস চালু করা হয় গতকাল বৃহস্পতিবার ধনপোতা-মাসকাটা ইউনাইটেড ম্যামিক বিদ্যালয়, চাতকপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীরামকৃষ্ণপুর বি.কে. শেখ আলী আহম্মেদ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্ভোধন করা হয়।

ধনপোতা-মাসকাটা ইউনাইটেড ম্যামিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সভাপতিত্বে এর উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষঞ্জ স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, অতিথি ছিলেন, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।

উদ্ভোধন সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক শেখ ইকরাম হোসেন দাশ।এছাড়াও অনুরুপ বি.কে. শেখ আলী আহম্মেদ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাস এর উদ্ভোধন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.