বর্তমান সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন


নিজস্ব প্রতিবেদক: নগরীতে অগ্নিনির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া ও যান্ত্রিক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সপ্তাহ উপলক্ষে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে হাজি মোহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ মহসিন স্কুলের প্রধান শিক্ষক মো: মোস্তাক হাবিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কর্মচারী, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুর রহমান।
মহড়া শেষে যান্ত্রিক র‌্যালি অনুষ্ঠিত। যান্ত্রিক র‌্যালিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস এ এসে শেষ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আল্ ফাত্তা সামাদ, রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.