প্রথমবারের মত নৌপথে ভারত গেলো গার্মেন্টসের অব্যবহৃত কটন কাপর-ঝুট

মুন্সীগঞ্জ প্রতিনিধি: গার্মেন্টসের অব্যবহৃত কটন কাপর-ঝুট নৌপথে প্রথমবারের মতো ভারতে উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে জাহাজ। শনিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দর থেকে জাহাজ ইয়া রাজ্জাক ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।
১১১ টন ঝুট কাপড়বাহী জাহাজটি ভারতের আসামের ধুবরী বন্দরে যাবে। মোক্তার হোসেন টেড্রাসের নামের এক প্রতিষ্ঠান এসব ঝুট রপ্তানি করছে। ৬৫০ কিলোমটার দূরত্বের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ৬-৭ দিন। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে ভারতের ঝুট রপ্তানি কার্যক্রম শুরু হলো।
বিআইডাব্লিউটিএ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিটিসি নিউজকে জানান, বিগত সময় খালি জাহাজ ভারতে গিয়ে পণ্য নিয়ে দেশে ফিরতো। তবে এটি প্রথমবারের মত নৌপথে ঝুট নিয়ে ভারত যাচ্ছে। প্রথম চালানে ১১১ টন জুট রপ্তানি হচ্ছে। বছরে এক লাখ মেট্রিকটন ঝুট রপ্তানির পরিকল্পনা রয়েছে। যার বিপরীতে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. সোহেল চৌধুরী সোহেল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.