প্রচণ্ড দাবদাহে শতাধিক ভ্যানচালককে ডাব খাওয়ালেন সাতক্ষীরার এমপি জগলুল

সাতক্ষীরা প্রতিনিধি: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে সাতক্ষীরার শ্যামনগর বাসস্ট্যান্ডে থাকা শতাধিক শ্রমিককে ডাবের পানি পান করিয়ে নজর কেড়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। 
আজ সোমবার (১৫ মে)  দুপুর ১২টার দিকে এই মানবিক কাজটি করে জনসম্মুখে প্রশংসায় ভাসছেন তিনি।
জানা যায়, সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের জরুরি মিটিং সেরে সাতক্ষীরার শ্যামনগর বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেখানকার ভ্যানচালকদের দেখে নিজের গাড়ি থেকে বের হয়ে শতাধিক শ্রমিকদের জন্য ডাব কিনে তাদের ডাবের পানি খাওয়ান। এ সময় ভ্যানচালকরা সংসদ সদস্যকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কেড়েছে।
শ্রমিকরা জানান, এমপি জগলুল হায়দার বিভিন্ন সময়ে অসহায়, দরিদ্র শ্রেণির মানুষের জন্য নানারকম মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের একান্ত আপনজন হিসেবে হৃদয়ে স্থান করে নিয়েছেন। মানুষকে উৎসাহিত করতে দিনমজুর, অসহায়, গরিব মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হওয়া, তাদের মাটির রান্না ঘরে বসে ভাত খাওয়া ও প্রতিবন্ধীদের নিয়মিত খোঁজখবর নেওয়া সব মিলে জগলুল হায়দার একজন মানবিক জনপ্রতিনিধি।
ভ্যানচালক আবু ইসা বলেন, ‘একজন সংসদ সদস্য হয়েও তার কোনো অহংকার নেই। তার কাছে সবাই সমান, আত্মীয়ের মতো।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.