পুজো অনুদানে রাজ্যের সিদ্ধান্তেই শীলমোহর শীর্ষ আদালতের

কলকাতা (ভারত) প্রতিনিধি: বিগত বছর গুলোর মত এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষ্যে বিশেষ অনুদান মঞ্জুর করেন।
কিন্তু রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতার হাইকোর্টে।
হাইকোর্ট এক সাথে মামলা গুলোর শুনানির পর আজ শীর্ষ আদালত রাজ্য সরকারের সিদ্ধান্তেই শর্ত সাপেক্ষে শীলমোহর দেয়।
শীর্ষ আদালত তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছেন বিগত বছরে যে সমস্ত ক্লাব প্রতিস্ঠান গুলোকে অনুদান দেওয়া হয়েছিল এবারও তাঁদের আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় থানার মাধ্যমে এই অনুদান পৌঁছে দিতে হবে।
আদালত আরও জানিয়েছেন এই অনুদান সামাজিক সার্থে ব্যয় করতে হবে।এই অনুদানের হিসেব কলকাতার ক্ষেত্রে পুলিশ কমিশনার ও জেলার ক্ষেত্রে মহকুমা শাসক পরীক্ষা করবেন।
প্রসঙ্গত গত বছর এই অনুদান ৫০হাজার টাকা ক্লাব পিছু ছিল।এবছর তা বেড়ে ৬০হাজার করা হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার এই পুজো ইউনেস্কোর বিশেষ হেরিটেজ তকমা ইতিমধ্যেই আদায় করে নিয়েছে।
এই উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠানে ইউনেস্কোকে বিশেষ ধন্যবাদ দিয়ে গত ২রা সেপ্টেম্বর কলকাতার মেয়ো রোডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
আগামী ২৪শে সেপ্টেম্বর আবার ইউনেস্কোর প্রতিনিধ দলের কলকাতায় আসার কথা ও কিছু পুজো মণ্ডপ ও পরিক্রম করার কথা এবং পুজো উদ্যোগ দাতাদের সাথে মত বিনিময় করবেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.