আদমদীঘি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মবিরতি


আদমদীঘি (বগুড়) প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি কর্মসুচী পালন করছে।
১২ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাদের অফিসের সামনে দাঁড়িয়ে এই কর্মবিরতি পালন চলবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন সংযুক্ত সকল কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে সোমবার থেকে আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন শুরু হয়েছে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবা গৃহিতারা প্রকল্প বাস্তবায়ন অফিসে সাধারণ মানুষ সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গিয়েছে।
আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবল কাঠামো ও নিয়োগবিধি এখনও অনুমোদন হয়নি। পদ দুটি আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও- পিআইওরা কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেনা। তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠভাবে টিকিয়ে রাখার স্বার্থে এ কর্মবিরতি কার্যক্রম পালন করা হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.