নোয়াখালীতে ১ বছরের সাজা এড়াতে ৭ বছর পলাতক, অবশেষে গ্রেফতার 

নোয়াখালী প্রতিনিধি: স্ত্রীর করা মামলায় ২০১২ সালে এক বছরের সাজা হয়। সেই সাজা এড়াতে ছিলেন ৭ বছর পলাতক। তবে শেষ রক্ষা হয়নি।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার হয়েছেন মো. নুরুল ইসলাম (৩৮)।
গ্রেফতারকৃত মো. নুরুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধৃতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ওমানে পালিয়ে ছিলেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গ্রেফতারের বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন,  ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চোপুল্লি ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনিকে বিয়ে করেন নুরুল ইসলাম। তাদের আট বছরের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের দুই বছরের মাথায় ননদের সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন খালেদা আক্তার। পরে তিনি ওমান চলে যান।
মীর জাহেদুল হক রনি আরও বলেন, আদালত ওই মামলায় নুরুল ইসলামের দেড় বছরের সাজা ঘোষণা করেন। এরপর থেকে দীর্ঘ সাত বছর ওমানেই ছিলেন তিনি। চলতি বছরের ১৩ অক্টোবর দেশে আসেন নুরুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.