প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি: উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ইন্তেকাল করেছেন। গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে রাজশাহীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।
গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা যুক্ত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন, উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বিদায়ের কষ্ট সহজে ভোলা অসম্ভব। জাতি হারালো একজন শ্রেষ্ঠ সম্পদকে। সাহিত্যে তার ভূমিকা চিস্মরনীয়।
এবছরের ১৪ ফেব্রয়ারী এক সাক্ষাতকারে তিনি সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষের কাছাকাছি আসতে গুরুত্বারোপ করেন। প্রকৃতপক্ষে তিনিই সর্বদা কাছাকাছি ছিলেন মানুষের। সেজন্য এটি উপলব্ধি করে তিনি বলেছেন। পৃথিবী যতদিন টিকে থাকবে, তিঁনিও ততদিন বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে।
বার্তা প্রেরক: আমানুল্লাহ আমান, প্রচার সম্পাদক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ, সদস্য, রাজশাহী প্রেসক্লাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.