তৃতীয় বারের মত ‘বাংলাদেশ পুলিশ পদকে’ (বিপিএম) ভূষিত খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন

খুলনা ব্যুরো: খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন পুলিশ বাহিনীতে প্রশংসনীয় অবদানের জন্য তৃতীয় বারের মত ‘বাংলাদেশ পুলিশ পদকে’ (বিপিএম) ভূষিত হয়েছেন।

গতকাল রোববার (৫ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে তাকে এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ‌্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য তাকে বিপিএম পদকে সম্মানিত করা হয়েছে।

খুলনা রেঞ্জ পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, তিনি ২০১৯ সালের ১০ এপ্রিল  খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে যোগদান করেন। খুলনা রেঞ্জের জনপদ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাসী, চোরাকারবারি, চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি চক্রকে সম্পূর্নরূপে নির্মূল করার পরিকল্পনাও প্রত্যয় নিয়ে কার্যক্রম শুরু করেন। তদানুসারে সাহসীকতা, দক্ষ, কর্তব্যনিষ্ঠা, সততা, বুদ্ধিদীপ্ত কৌশল, সুদক্ষ ও সুপরিকল্পিত নেতৃত্ব এবং শৃংখলামূলক আচরণে খুবই অল্প ‘সমযের’ মধ্যে খুলনা রেঞ্জে অপরাধ ও দুর্নীতি প্রায় শুন্যের কোটায় নিয়ে আসেন।

তিনি ইতোপূর্বেও ২০১৫ ও ২০১৮ সালে দুইবার বিপিএম পদক এবং ২০০৩ সালে আইজি’জ ব্যাজ পদকে ভূষিত হয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.