তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত (ভিডিও)

(তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত–ছবি: প্রতিনিধির)
কলকাতা প্রতিনিধি: পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্বের নির্দেশে বিভিন্ন স্তরে এবং ব্লকে ব্লকে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে গত ২৭ জুন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ নোয়াপাড়া যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির ২১ নম্বর ওয়ার্ডের সহযোগীতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ৷
উদ্যোক্তাদের মধ্যে উল্লেখযোগ্য যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা ব্যানার্জী, নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ও প্রাক্তন উপ পৌরপ্রধান সঞ্জীব সিং এবং ২১ নং ওয়ার্ডের পৌর প্রশাসক মনিকা হালদার ৷
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা শ্রীমতী মঞ্জু বসু, উপস্থিত ছিলেন নৌহাটির বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভা পরিষদের পরিষদীয় সম্পাদক পার্থ ভৌমিক ৷
তাছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মলয় ঘোষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য্য (State President,TMCP), জয়দীপ দাস (VP,Dist.TMYC), উত্তম দাস (Chairman, Barrackpore Municipality), গোপাল মজুমদার (President, Nowapara Town TMC), কাশীনাথ সাউ (President, Nowapara 2 town TMC), বাণীব্রত চক্রবর্তী (Dist.President,TMCP), শ্রী সুদীপ রাহা (Spokesperson,WB TMC, V.P, W.B. TMCP)৷ এখানে উল্লেখ্য যোগ্য এইদিন উপস্থিত ছিলেন সমস্ত কাউন্সিলাররা ৷
কোভিড পরিস্থিতির বিভিন্ন বিধিনিষেধ মেনে অত্যন্ত সুচারুভাবে এই রক্তদান শিবিরে বহু মানুষ রক্ত দিয়েছেন উক্ত ২৭ তারিখে ৷ লকডাউন, কোভিড পরিস্থিতি এবং নাগারে বৃষ্টির মধ্যেও সকলের সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় এমন একটি মানবিক প্রয়াস সফলতা পেয়েছে ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.