জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে খুলনায় সংবর্ধনা

খুলনা ব্যুরো : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, খুলনার প্রাক্তন জেলা প্রশাসক ও উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির প্রাক্তন সভাপতি কাজী রিয়াজুল হক এর সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার সকালে লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় সংবর্ধিত অতিথি কাজী রিয়াজুল হক বলেন, উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মানুষের এখন মিলন মেলায় পরিণত হয়েছে। এই লাইব্রেরি এখন খুলনার মানুষের জ্ঞান চর্চার একটি কেন্দ্র বিন্দু। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ আবদুল সাদী। স্বাগত বক্তৃতা করেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি সহসভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং যুগ্ম সম্পাদক মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে ২২টি সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.