খুলনায় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

 

খুলনা ব্যুরো : কেসিসি নির্বাচনের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল নয়টা থেকে নগরীর দৌলতপুরস্থ সরকারি বিএল কলেজের শেখ হাসিনা ভবন-১ ও ২ এবং ব্যবসায় শিক্ষা ভবনে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কর্মসূচী সরেজমিনে প্রদক্ষিণ করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ইউনুচ আলী বলেন, প্রশিক্ষণে পাঁচ হাজার ২২১ জন ভোটগ্রহণ কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার এ প্রশিক্ষণ শেষ হবে।

রিটার্নিং অফিসার জানান, আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য কেসিসি নির্বাচনে ২৮৯ জন প্রিজাইডিং অফিসার, এক হাজার ৫৬১ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও তিন হাজার ১২২ জন পোলিং অফিসারসহ সর্বমোট ৫ হাজার ২২১ জন ভোটগ্রহণ কর্মকর্তার নাম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। যাদেরকে তিনদিন ধরে ভোটগ্রহণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.