খুলনা বেতারের নির্মাণাধীন বঙ্গবন্ধু ভাষ্কর্য পরিদর্শনে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

 

খুলনা ব্যুরো : তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিতোষ চন্দ্র দাস মঙ্গলবার খুলনা বেতার কেন্দ্রের চত্ত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ভাষ্কর্য সম্প্রসারণ কর্মসূচির কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি নির্মাণ কাজে সংশ্লিষ্টদের সাথে খুলনা বেতার কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সভায় মিলিত হন। সভায় জানানো হয় এই প্রকল্পের ১২টি কম্পোনেন্টের মধ্যে ইতোমধ্যে ১১টির কাজ সম্পন্ন হয়েছে যার শতকরা হার ৯৫%। অবশিষ্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাষ্কর্যটি এ বছরের জুনের মধ্যে সম্পন্ন হবে।

সভায় খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মোঃ বশির উদ্দিন, আঞ্চলিক প্রকৌশলী বিভাংসু কুমার সাহা ও উপবার্তা নিয়ন্ত্রক মোঃ নুরুল ইসলাম এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ মেহেদী হাসান, প্রকল্প পরিচালক মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.