হোম আইসোলেশনে থাকা খুলনা জেলা বিএনপি নেতা বাবু গ্রেফতার

খুলনা ব্যুরো: খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, করোনায় আক্রান্ত ছিলো বাবু। গতকাল বুধবার তার করোনার ফলোআপ রিপোর্টে নেগেটিভ এসেছে।
বাবু পরিবারের অন্য সবার থেকে আলাদা হয়ে পৃথক রুমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে ছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
১৪ দিন পর তার আরও একটি টেষ্ট করা লাগবে। এ অবস্থায় তাকে গ্রেফতার করাটা অমানবিক। আজ বৃহস্পতিবার (২ জুলাই)  সকালে নিজ বাড়ি আইচগাতি থেকে স্থানীয় ক্যাম্প ইনচার্জ এস আই ইব্রাহিম তাকে আটক করে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, নাশকতাসহ তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় বাবুকে গ্রেফতার করা হয়েছে।
হোম আইসোলেশন থেকে বাবুকে গ্রেফতার করার বিষয়ে ওসি বলেন, ওয়ারেন্ট আছে তাই গ্রেফতার করেছি। এটা তার শারীরীক বিষয়। ওটা আমাদের দেখার বিষয় নয়। আমরা আদালতের নির্দেশ পালন করেছি।
কতসালের নাশকতা মামলা জানতে চাইলে ওসি বলেন, যতদূর মনে আছে ২০১৬/১৭ সালের মামলা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.