সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলে আটক

খুলনা ব্যুরো: সুন্দরবনের মূরলী খালে অবৈধভাবে অনুপ্রবেশ করে অবৈধ ভেসাল জাল ও বিষ দিয়ে মাছ ধরার অপরাধে দুইজনকে আটক করেছে বনরক্ষীরা।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা তাদের গ্রেফতারের পর কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, ৪নং কয়রা গ্রামের সাইদুল ইসলাম(৩২) ও জোড়শিং গ্রামের নুরুল আমিন গাজী(৩৩)।
এসময় আটককৃত জেলেদের কাছ থেকে দু’টি ভেসাল জাল, একটি ডিঙ্গি নৌকা ও বিষ দিয়ে ধরা আনুমানিক ৮০ কেজি চিংড়ি অন্যান্য সরঞ্জামাদিসহ আটক করা হয়। গত ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা রয়েছে বনবিভাগের।l

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.