করোনায় স্বস্তি

কলকাতা (ভারত) প্রতিনিধি: করোনা গ্রাফ নিম্নমুখি হতেই বেশকিছু শিথিলতার কথা ইতিমধ্যেই দেশের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে জনজীবন।
রেলস্টেশনগুলোতে নজরকারা জমায়েত হচ্ছে। যদিও চিকিৎসকদের সতর্বাণী,সাবধানতা অবলম্বন না করলে বিপদ ফের আসতে পারে।
পাশাপাশি আমেরিকা ও জার্মানির গবেষকেরা বলছে সম্ভবত আগামী জুলাই-আগস্টে দেশে করোনার চতুর্থ ঢেউ আসতে পারে।একই মত খড়পুর ও বম্বের আই আই টি-র গবেষণা সংস্থার।
পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি আর প্রাণঘাতি না হওয়াতে রাজ্যের স্বাস্থ্য দফতর এক বিশেষ নির্দেশিকায় জানিয়েছে, কোনও রুগিকে হাসপাতালে ভর্তি হতে গেলে বা অপারেশন করাতে গেলে আর কোভিড টেস্ট বাধ্যতামূলক নয়। কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া। এমনকি করোনার অজুহাতে কোনও রুগিকে অন্যত্র রেফারও করা যাবেনা।
পরিকাঠামোর দোহাইও দিয়ে রুগিকে হয়রানিও করা যাবে না। সন্দেহ বশত কাউকে চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না সহ একাধিক নির্দেশিকাগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে।
সমস্ত জরুরি পরিষেবা আবার আগের মতই চালু করতে বলা হয়েছে।তবে বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিক অবস্থা বিশেষে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.