গোলখরা কাটানোর দিনই হ্যাটট্রিক আর্জেন্টাইন স্ট্রাইকারের

বিটিসি স্পোর্টস ডেস্ক: গোলখরা কাটছিল না কিছুতেই। গত ডিসেম্বরের পর টানা নয় ম্যাচ জালের দেখা পাননি লতারো মার্টিনেজ। অবশেষে পেলেন কাঙ্খিত গোলটি, একই ম্যাচে তুলে নিলেন হ্যাটট্রিকও।
শুক্রবার রাতে মার্টিনেজের হ্যাটট্রিকে ভর করে সালের্নিতানার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে ইন্টার মিলান। বাকি দুই গোল করেছেন এডেন জেকো।
এই জয়ে নাপোলি এবং এসি মিলানকে পেছনে ফেলে সিরিআর পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছে ইন্টার। ২৭ ম্যাচে এখন ৫৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে নাপোলি এবং এসি মিলানের পয়েন্ট ৫৭ করে।
ম্যাচে বল দখল কিংবা শটে পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার। ম্যাচের ২২ এবং ৪০ মিনিটে নিকোলা বারেয়ার অ্যাসিস্ট থেকে করেন মার্টিনেজ। ৫৬ মিনিটে এডিন জেকোর পাস থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক।
এরপর জেকো নিজেই বাকি দুই গোল করেন। পাঁচ মিনিটের ব্যবধানে (৬৪ আর ৬৯ মিনিটে) দুই গোল করে বড় জয় নিশ্চিত করেন বসনিয়ান তারকা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.