মার্কিন নেতৃত্বের প্রতি অসন্তোষ বাড়ছে বিশ্বজুড়ে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন জনমত সমীক্ষা সংস্থা গ্যালাপ-প্রকাশিত এক মতামত জরিপের ফলাফলে দেখা গেছে, মার্কিন নেতৃত্বের প্রতি বিশ্বজুড়ে অসন্তোষ বাড়ছে।
গত মঙ্গলবার প্রকাশিত ওই ফলাফলে দেখা যায়, ২০২৩ সালে মার্কিন নেতৃত্বের প্রতি মধ্যম অসন্তোষ ছিল ৩৬ শতাংশ, যা ২০২২ সালের ৩৩ শতাংশের চেয়ে বেশি।
তবে একই বছর ইউক্রেন, ফিনল্যান্ড, ভারত, কেনিয়া, উগান্ডাসহ কয়েকটি দেশে মার্কিন নেতৃত্বের প্রতি অসন্তোষ ব্যাপক ভাবে কমেছে। এই দেশগুলোতে মার্কিন নেতৃত্বের প্রতি অসন্তোষ ২০২২ সালের তুলনায় কমপক্ষে ১০ শতাংশ হ্রাস পেয়েছে।
এবারের জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ১৩০টি দেশের ১৫ বছর ও তার চেয়ে বয়সী মানুষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.