পুড়ছে শেরপুর গারো পাহাড়! সামাল দিতে বন বিভাগ জনবল সংকটে নিরুপায় রাংটিয়া রেঞ্জ!

 

শেরপুর প্রতিনিধি: পুড়ছে শেরপুর গারো পাহাড়! জনবল সংকটে নিরুপায় রাংটিয়া রেঞ্জ। ফলে ঝিনাইগাতীর শাল-গজারির বনে অগ্নিকান্ড এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে জানা গেছে। পাহাড়ের পর পাহাড় পুড়ছে আগুনে! ফলে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ-পালা ও প্রাণীবৈচিত্র। নষ্ট হচ্ছে মাটির উরবরা শক্তি।
জানা যায়, বন বিভাগের ঞ্জাতসারেই আগুন দেয়া হয় বলে স্থানীয়দের ধারণা।
জানা গেছে যে, প্রায়শই বনে আগুন দেয়া হয়। ফি-বছর শুকনো মৌসুমে আগুন দেয়ায় পুড়ে যায় ছোট ছোট ছোট শাল-গজারি কপিচ। ঝোপঝাড়, লতাপাতা। পোকামাকড়, কেচু ও কীটপতঙ্গ। বিলুপ্তি ঘটে বন্য প্রাণীর আবাসস্থল। নষ্ট হয় পরিবেশ। আবাসস্থল হারায় বন্যপ্রাণী। কীটপতঙ্গ ও পাখ- পাখালি।
ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জে ৩টি বিট। রাংটিয়া, গজনী ও তাওয়াকোচা। এই ৩ বিটে বিশাল বনভূমির বেদখলে চলে গেছে কমপক্ষে ২ হাজার একর বনভূমি। ইতোপূর্বে গহিন পাহাড় ও প্রচুর শাল- গজারী গাছ থাকলেও বর্তমানে রাস্তার ২ পাশে রয়েছে কিছু শাল-গজারীসহ নানা প্রজাতির গাছ। রাংটিয়া রেঞ্জের গজনী বিটে প্রায়ই পাহাড়ে আগুন দেয়া হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান।
তারা বিটিসি নিউজকে বলেন, গজনী বিট অফিসের পাশের বনে পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।
“রাংটিয়া রেঞ্জ অফিসার মো. আব্দুল করিম বিটিসি নিউজকে বলেন, বর্তমানে পাহাড়ের গাছপালার পাতা ঝরে পড়ে উঁচু হয়ে রয়েছে। এ-অবস্থায় আগুন ধরিয়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ছে। বনের ভেতর আগুন নিয়ন্ত্রণ করতে অল্প সংখ্যক স্টাফ নিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি । পাশাপাশি দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.