সম্পত্তির কর আদায়ে এবার থেকে হবে ক্যাম্প

কলকাতা (ভারত) প্রতিনিধি: সম্পত্তির কর আদায়ে এবারে কোমর বেঁধে নামল কলকাতা পৌরসভা। গতকাল এক বিশেষ বিবৃতিতে পৌরসভার তরফ থেকে জানান হয়েছে যে,শহরে সমীক্ষা করে দেখা গেছে এখনও অনেক সম্পত্তি আছে যার আদৌ কোন মূল্যায়ন হয়নি। পরন্তু পৌরসভা বঞ্চিত হচ্ছে সম্পত্তি কর থেকে এবং সবরকমের পুর-পরিষেবা দিতে হচ্ছে।
তাই এবার থেকে ঠিক হয়েছে স্থানিয়ভাবে ক্যাম্প করে সমস্ত সম্পত্তিগুলোর কর নির্ণয় করা হবে।
পুরসভার তথ্য বলছে বর্তমানে প্রায় ৯লক্ষ মানুষ কর দেন। ইতিমধ্যেই কলকাতার কলেবর বৃদ্ধি পেয়েছে। অনেক সংযোজিত এলাকার একাংশ কর প্রদান করেন না।তাদের সবাইকেই সম্পত্তির মূল্যায়ন করে করের আওতায় আনলে করদাতাদের সংখ্যা বেড়ে দাড়াবে আরও দু-লাখ।
বর্তমানে শহর থেকে কর বাবদ প্রায় ৬০০-৭০০কোটি টাকা আয় হয়।সম্পত্তিগত জটিলতা কাটিয়ে মূল্যায়ন করলে আরও দুশো-কোটি টাকার বেশী  কর আদায় বাড়বে বলে পৌরসভার এক আধিকারিক জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.