করোনাকালে যোদ্ধাদের সম্মানে চাঁপাইনবাবগঞ্জে হাততালি ও নিরাবতা কর্মসূচী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে মহামারী করোনা প্রভাবকালে সেবাদানকারী সকল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে চাঁপাইনবাবঞ্জে হাতহাতি ও নিরাবতা কর্মসূচী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় মুজিব মঞ্চের সামনে এক মিনিট হাতহাতি ও এক মিনিট নিরাবতা কর্মসূচী পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ বক্সিং একাডেমীর আয়োজনে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বক্সিং একাডেমীর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল-ই-খুদা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, একাডেমীর সদস্য সচিব আব্দুল হান্নান, বক্সিং একাডেমীর সদস্যরাসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ সারা বাংলাদেশে করোনা ভাইরাসে সেবাদানকারী ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক, বিজিবি, রাজনৈতিক সংগঠনসহ সামাজিক সংগঠনের সকল সমুখ যোদ্ধাদের সম্মান জানিয়ে এক মিনিট হাতহাতি ও এক মিনিট নিরাবতা পালন করে তাদের সম্মান দেখানো হয়। যাতে তারা আরও উৎসাহিত হয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সেবাদান করে যেতে পারেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.