এবার প্রতিবেশী ভুটানের সাকতেং অরণ্য নিজেদের বলে দাবী চীনের

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীন এবার প্রতিবেশী ভুটানের পূর্বাঞ্চলের সাকতেং অভয়ারণ্যে নিজেদের সার্বভৌমত্ব দাবী করেছে। চীনের এই পদক্ষেপের বিরুদ্ধে ভুটান দিল্লিতে তাদের দূতাবাস মারফত চীনের কাছে একটি কূটনৈতিক প্রতিবাদপত্রও পাঠিয়েছে।

আজ সোমবার (০৬ জুলাই) বিবিসি বাংলার খবরে বলা হয়, মাসখানেক আগে এই বনভূমির উন্নয়নে অর্থায়ন নিয়ে ‘গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি’ বা জিইএফ একটি আন্তর্জাতিক অনলাইন বৈঠকের আয়োজন হয়। সেখানেই চীন প্রথম তাকতেংকে নিজেদের বলে দাবি করে।

পর্যবেক্ষকরা ধারণা করছেন, মূলত দিল্লির ওপর আরও চাপ বাড়ানোর লক্ষ্যেই ভুটানের ওই সাকতেং অভয়ারণ্যকে নিজেদের বলে দাবি করছে চীন। কারণ ভুটানের অখন্ডতা রক্ষা ও প্রতিরক্ষার জন্য ভারত অঙ্গীকারাবদ্ধ।

ভুটানের পূর্বদিকে ত্রাশিগিং জেলার ভারত সীমান্ত ঘেঁষা প্রায় সাড়ে ৬শ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই সাকতেং। যা বহু বিরল বন্য পশুপাখির আবাসভূমি। (সূত্র: বিবিসি বাংলা)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.