উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রতারকের হুমকীর মূখে প্রবাসীর পরিবার

 

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রতারকের হুমকীর মূখে প্রবাসীর পরিবার। থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বরাকোঠা গ্রামের হুমায়ুন ফকির বিদেশ যাওয়ার জন্য বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের ছোট বোনের স্বামী সৌদি প্রবাসী মিজানুর রহমানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকার চুক্তি করে।

এর মধ্যে নিকট আত্মীয়র সুবাদে মিজানুর রহমানকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন। বাকী টাকা বিদেশ গিয়ে উপার্জন করে পরিশোধ করবে বলে জানান। এরপর হঠাৎ বিদেশে থেকে নাড়ীর টানে দেশে ফিরে আসেন হুমায়ুন। পাওনা টাকা চাইতে গেলে প্রতারক হুমায়ুন নানান তালবাহানা শুরু করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে কলহের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ২৭ জুন বুধবার সকাল সাড়ে ৮ টায় প্রতারক হুমায়ুন ফকির ও তার স্ত্রী লিপি বেগম মিলে বসত ঘরে ঢুকে প্রকাশ্যে মিজান ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিনকে বিভিন্ন মামলায় জড়ানো সহ প্রানে মেরে ফেলার হুমকী দেয়।

প্রতারকের হুমকীর মূখে আতঙ্কে ভূক্তভোগী প্রবাসীর পরিবার দিশেহারা হয়ে পড়েছে। এ ঘটনায় ঐ দিন উল্লেখ্য অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াছমিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পরিবার ঐ প্রতারকের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে প্রবাসী মিজানুর রহমান জানান প্রতারক হুমায়ুনের কাছে আমি ২ লক্ষ ৫০ হাজার টাকা পাই। পাওনা টাকা চাইতে গেলেই উল্টো আমাদের পরিবারকে মারধর সহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেয়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.