উজিরপুরে যোগীরকান্দা বালিকা বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও শিক্ষক আনোয়ার হোসেনের বিদায়ী সংবর্ধনা

 

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে ব্যাপক আয়োজনে যোগীরকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এস.এস.সি ও জে.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা এবং সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসাইনের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বুধবার এ উপলক্ষ্যে বিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার।

বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি আলহাজ্ব বাবুল হোসেন রাড়ীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল হক, প্রধান শিক্ষক ফণিভূষণ অধিকারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ বরিশাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, মোঃ সামসুল হক মৃধা, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ওয়ালিউর রহমান লিংকন, হাবিবুর রহমান মৃধা, এস.এম আলাউদ্দিন, আমিরুল ইসলাম, মজিবুর রহমান দুলাল সাবেক প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, আলতাফ হোসেন, উপাধ্যক্ষ খলিলুর রহমান, মাওলানা মোঃ ওয়ালিউল্লাহ, ডাঃ মোঃ হুমায়ুন, সিনিয়র শিক্ষক আঃ খালেক প্রমূখ।

সিনিয়র শিক্ষক এইচ.এম মঞ্জুর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডেইজী আক্তার, ফারিন, হাফসা ইসলাম দিপা। সঙ্গীত পরিবেশন করেন ইসমত জাহান মুনা, সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুখেন্দু জয়ধর ও সিনিয়র শিক্ষক আনিসুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের প্রধান বিষয়বস্তু ছিল বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে দীর্ঘ ২৩ বছরের অবসান ঘটিয়ে সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসাইনের ব্যাপক আয়োজনে বিদায়ী সংবর্ধনা।

এ সময় বক্তারা বিদায়ী শিক্ষকের কর্মজীবনী নিয়ে আবেগ আপ্লুত ভাবে বক্তব্য প্রদান করেন। এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.