আর প্রেসক্লাবে কথা নয়, এবার যা হবে রাজপথে : গয়েশ্বর

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জাতীয় প্রেসক্লাবে কথা না বলে রাজপথে আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের নেতৃবৃন্দ কিংবা দল নিশ্চয়ই বিষয়টা বিবেচনায় রাখবেন। আর দীর্ঘ সময় অপেক্ষা করার নয়, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। দল ভুল করবে বলে আমি মনে করি না। আপনারা প্রস্তত থাকেন। আর এই প্রেসক্লাবে নয়, এবার যা হবে রাস্তায় হবে।’

বিএনপি’র এই নেতা বলেন, ‘বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথের আন্দোলন কর্মসূচির ব্যাপারে দল আর ভুল করবে না। নেতারা অনেক সময় নির্দেশ দিতে পারেন না। তাই বলে কর্মীদের বসে থাকলে চলবে না। আমাদের এখন সময় হয়েছে রাস্তায় নামার।’

নেতার্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, ‘আদালতের মাধ্যমে নেত্রীর মুক্তি হবে না, এটা বুঝে গেছি। সুতরাং আপনাদের যদি প্রাণের দাবি ও আকাঙ্ক্ষাবোধ তীব্র হয়; খালেদা জিয়ার মুক্তি চান, তাহলে আপনারা প্রস্তুত হন। কারও আশায় নির্ভর করে নয়, নেতা ডাকল কী ডাকল না, সেটা দেখার দরকার নেই। মনে রাখতে হবে, আমার অধিকার আছে খালেদা জিয়ার মুক্তির জন্য পথে নামার।’

তারেক পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাহেদুল ইসলাম লরেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, মেজর (অবসর প্রাপ্ত) মো. হানিফ, মামুন হাসান প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.