বড়াইগ্রামে তীব্র দাবদাহে স্যালাইন পানি নিয়ে সড়কে এমপি ডা. সিদ্দিকুর রহমান

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের তাপমাত্রা মঙ্গলবার দুপুর ১২টায় ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র তাপদাহে কর্মের সন্ধানে এবং অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের জন্য সুপেয় স্যালাইন পানি পানের সুযোগ সৃষ্টি করে দিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া শহরের প্রধান সড়কে নিজ হাতে সুপেয় স্যালাইন পানি পান করিয়ে দেন দাবদাহে পিপাসুদের। পরে দাবদাহকালীন সুপেয় স্যালাইন পানি বিতরণের উদ্বোধন করেন তিনি।
বিশিষ্ট চিকিৎসক ও স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পরামর্শ ও নির্দেশনায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই সুপেয় স্যালাইন পানি বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত হোসেন জানান, দাবদাহ চলাকালীন প্রতিদিন ৬০০ লিটার সুপেয় স্যালাইন পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এতে পথচারী সহ কর্মে ও জরুরী কাজে বের হওয়া গড়ে ৩ হাজার মানুষ এ পানি পান করতে পারবে।
সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, তীব্র এই গরমে ঘর থেকে বের হওয়া মানুষের স্বাস্থ্যের যতেœ এই সুপেয় স্যালাইন পানি পান করাটা জরুরি। তবে পিপাসুদের এক গ্ল্যাস পানি একবারে নয়, আস্তে আস্তে পান করার পরামর্শ দিয়েছেন তিনি।
দাবদাহকালীন সুপেয় স্যালাইন পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ ও অন্যান্য সুধীজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.