৫৯ বিজিবির অভিযানে জেলার বিভিন্ন সীমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে আজ শুক্রবার ও গতকাল বৃহস্পতিবার পৃথক পৃথকভাবে ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে। জেলার সোনামসজিদ, তেলকূপী, গিলাবাড়ীসহ বিভিন্ন সময়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান পিএসসি’র পাঠানো এক প্রেসনোটে আজ শুক্রবার জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনামসজিদ বিওপির নায়েক মোঃ শাহ আলম এর নেতৃত্বে টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়া দিঘী থেকে ভারতীয় ফেন্সিডিল-১৭৫ বোতল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-৭০ হাজার টাকা।

অন্যদিকে, আজ (৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৪ টার দিকে গিলাবাড়ী বিওপির হাবিলদার মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫-আর হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাম নগর থেকে ভারতীয় ফেন্সিডিল-১৯৭ বোতল মালিকবিহীন অবস্থায় উদ্ধার হয়। আটককৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-৭৮ হাজার ৮’শ টাকা।

এছাড়া, ৭ নভেম্বর দিবাগত রাত পৌনে ১২টার দিকে তেলকুপি বিওপির হাবিলদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর ইট ভাটা এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল-১৪০ বোতল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা।

অন্যদিকে, ৭ নভেম্বর বিকেল আড়াইটার দিকে তেলকুপি বিওপির হাবিলদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৭৬ বিঘা থেকে ভারতীয় ফেন্সিডিল-২৮৫ বোতল মালিকবিহীন উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল এর আনুমানিক মূল্য-১ লক্ষ ১৪ হাজার টাকা।

এছাড়াও ৬ নভেম্বর অত্র ব্যাটালিয়নের নায়েক মোঃ মুকুল হোসেন এর নেতৃত্বে টহল দল মহানন্দা ব্রীজ চেকপোস্টে কানসাট হতে রাজশাহীগামী লোকাল বাস তল্লাশী করে ভারতীয় ফেন্সিডিল-১৭৬ বোতল এবং ভারতীয় মদ-৩ বোতল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ফেন্সিডিল এবং মদ এর আনুমানিক মূল্য-৭৪ হাজার ৯’শ টাকা। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.