আদমদীঘিতে গভীর রাতে ধারালো অস্ত্রসহ একাধিক মামলার দুই যুবক আটক


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অপরাধ সংঘটিত করতে পারে সন্ধেহে ধারালো অস্ত্রসহ একাধিক মামলঅর দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাত ৩টায় তাদের ছাতিয়ানগ্রাম বাজার থেকে আটক করা হয়। আটককৃত যুবকরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারের আশরাফুল ইসলামের ছেলে রাফিক সরকার ওরফে রাফি (২২) ও রুহুল আমিন ওরফে হেলালের ছেলে খন্দকার ফারুক ওরফে মেজবাহ (২২)।
এ ব্যাপারে আদমদীঘি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে আদমদীঘি থানা পুলিশ ছাতিয়ানগ্রাম এলাকায় রাত্রি কালিন পাহার দেয়ার সময় রাত ৩টায় ছাতিয়ানগ্রাম ইউপির সামনের রাস্তাায় রাফিক সরকার ও ফারুক নামের ওই দুই যুবকে আটক করে। এরপর তাদের দেহ তল্লাশি করে লুঙ্গি ও সার্টের পিছনে লুকানো ধরালো বড় ধরণের দুইটি বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউরল করিম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদমদীঘি ও জয়পুরহাট থানায় একাধিক মামলা রয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.