রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যাদের শ্রমের ঘাম কে দিয়ে সোনালী ফসল ফলায় তারাই নায়ক – কৃষিমন্ত্রী

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: লক্ষ প্রানের বিনিময়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। মুক্তিযুদ্ধে গিয়েছিল লক্ষ মায়ের ছেলেরা,কামার কুমোর,শ্রমিক বিক্রা চালক,ভ্যান চালক, পুলিশ,সেনাবাহিনীর ভায়েরা কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করেছে।
১০ বছর আগে দেশে ভুট্টার আবাদ হতো না। দেশে এখন ব্যাপক হারে ভুট্টার চাষ হচ্ছে। ভুট্টা আমরা খাচ্ছি গরু,ছাগল,হাস,মুরগি,কে ভুট্টা খাওয়াচ্ছি আর আমরা এদের মাংস , ডিম খাচ্ছি এভাবে আমরা ভুট্টা খাচ্ছি।আগে উত্তরবঙ্গে না খেয়ে প্রতিদিন ৫/৬ জন করে মানুষ না খেয়ে মারা যেত। আওয়ামীলীগ সরকার সরকার ক্ষমতায় আসার পর কোন মানুষ না খেয়ে মারা যায় নি। সবই প্রধান মন্ত্রী সেখ হাসিনার কৃতৃত্ব।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হইবতপুর ৫ শহীদের স্মৃতি স্তম্ভ মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা ও নবান্নে ধান কর্তন উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী ডাঃ আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৪বছরে সারের দাম এক টাকা ও বাড়াইনি সরকার সারে হাজার হাজার কোটি টাকা ভতুকি দিচ্ছে। ডি এপি সার ১৬-টাকা ইউরিয়া ২২টাকা টিএসপি ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আন্তজার্তিক বাজারে এমন দাম কোথাও নেই। কেজিতে ৬০টাক ভর্তকি দেওয়া হচ্ছে। ভারতে সে সারের দাম প্রতি কেজি আমাদের তা বিক্রি হচ্ছে২০- ২২টাকায় আন্তজাতিক বাজারে কেজি প্রতি ১০০টাক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের প্রধান উপদেষ্টা হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম ,খান।
বিশেষ অতিথি ছিলেন,চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর, কৃষি মন্ত্রনালয় সচিব সায়েদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গ জেলা পরিষদের প্রশাসক মাহাফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা  নির্বাহী অফিসার সানজিদা বেগম প্রমুখ।
এরপর সন্ধ্যায় মন্ত্রী দামুড়হুদার ইব্রাহিমপুর মেহেরুননেছা পার্কে তিনদিন ব্যপি কৃষি মেলার উদ্বোধন করেন।  অনুষ্ঠান পরিচালনা করেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এসএম জাকারিয়া আলম।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মোস্তাফিজ কচি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.