আওয়ামী পরিবারের সদস্যরাই শুধুমাত্র মৎস্যজীবি লীগের সদস্য হতে পারবে : মোড়েলগঞ্জে সমাবেশে বক্তারা

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী মৎস্যজীবি লীগের সমাবেশে জেলা মৎস্যজীবি লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর বলেছেন আওয়ামী পরিবারের সদস্যরাই শুধুমাত্র মৎস্যজীবি লীগের সদস্য হতে পারবে। বিএনপি জামায়াত বহিরাগতদের দলে কোন স্থান নেই। দলের ভিতর কোন প্রকার চাঁদাবাজী দূর্নীতি মাস্তানি প্রশয় দেওয়া হবে না। সকলকে সর্তক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে মৎস্যজীবি লীগ সহযোগী সংগঠন হিসেবে স্বৃকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করেন উপজেলা ও পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের নেতাকর্মীরা। সকাল থেকেই খন্ড খন্ড মিছিলে মুখরিত হয় মোড়েলগঞ্জ শহর।

দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আশা নেতাকর্মীরা এক বনাঢ্য আনন্দ মিছিল বের করে। পরবর্তীতে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশে মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মুনসুর আলী শেখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি লীগের সভাপতি শেখ আব্দুস সবুর, বিশেষ অতিথি পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, জেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক সেলিনা ভানু শেলী, সহসভাপতি ফকির আবজাল হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আবির হোসেন, কচুয়া উপজেলার সভাপতি রিপন শিকদার, মোড়েলগঞ্জ উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, পৌর সভাপতি কাজী নাসির উদ্দিন, সম্পাদক মনির হোসেন, মৎস্যজীবি লীগ নেতা মো. হেলালুজ্জামান কাজী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় সম্মেলনে গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে আওয়ামী মৎস্যজীবি লীগকে স্বৃকৃতি প্রদান করায় এ সমাবেশ থেকে মৎস্যজীবি লীগের নেতাকর্মীরা দলীয় নেত্রীকে অভিনন্দন জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.