আইফোন দরজা খুলবে ঘর ও গাড়ির!

 

 

বিটিসি নিউজ ডেস্ক:  নির্দিষ্ট চাবি খোঁজার দিন ফুরাচ্ছে ঘর ও গাড়ির দরজা খোলার জন্য। আগামী দিনে হাতের মুঠোয় থাকা আইফোনের সাহায্যেই খোলা যাবে ঘর ও গাড়ির দরজা। এ জন্য আইফোনের পরবর্তী সংস্করণে হালনাগাদ প্রযুক্তির নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) চিপ ব্যবহারের পরিকল্পনা এঁটেছে অ্যাপল।

বর্তমানে আইফোন ৬ থেকে পরবর্তী সব মডেলের হ্যান্ডসেটে এনএফসি চিপ রয়েছে, যার সাহায্যে শপিং মলে থাকা ক্রেডিট কার্ড রিডারের সামনে আইফোন ধরলেই অর্থ পরিশোধ করা যায়। এবার চিপটির কাজের পরিধি আরো বৃদ্ধি করতে আগ্রহী অ্যাপল। ফিচারটি চালু হলে দরজার নির্দিষ্ট স্থানে আইফোনটি প্রদর্শন করলেই ঘরের ও গাড়ির দরজা খুলে যাবে।

একইভাবে কার্ডের বদলে হোটেলের নির্দিষ্ট দরজাও খোলা যাবে। এরই মধ্যে নিজেদের কার্যালয়ে আইফোনের সাহায্যে দরজা খোলার প্রযুক্তি ব্যবহারও করছে বেশ কিছু অ্যাপলকর্মী। সব কিছু ঠিক থাকলে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দিতে পারে অ্যাপল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.