১৭৬টি জুয়ার সাইট বন্ধ করার নির্দেশ

ঢাকা প্রতিনিধিঅনলাইনে জুয়া খেলার ১৭৬টি সাইট বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। গতকাল রবিবার থেকে জুয়াড়িরা এসব সাইটে প্রবেশ করে জুয়া বা বেটিং করতে পারছেন না।

বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ১৭৬টি বেটিং সাইটে আর প্রবেশ করা যাচ্ছে না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

ইমদাদুল হক বলেন, ১৭৬টি সাইট বন্ধ করতে বিভিন্ন পর্যায়ের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। গতকাল রবিবার তা কার্যকর করা হয়েছে। আরও কিছু জুয়া ও বেটিং সাইট বন্ধের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন তিনি। এই ১৭৬ টি সাইট ছাড়াও এখন পর্যন্ত আরও ৭৬টি পর্নোসাইট বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন ইমদাদুল হক।

সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার দেশে পর্নোসাইট বন্ধের এ ঘোষণা দেন। এর পরই বিটিআরসি এ বিষয়ে তৎপর হতে থাকে। ইতোমধ্যে বিটিআরসি কয়েক দফায় প্রায় তিন হাজার পর্নোসাইট বন্ধ করেছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.