রাওয়ালপিন্ডি টেস্টে চালক’র আসনে পাকিস্তান

বিটিসি স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে রয়েছে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল। প্রথম দিনের খেলা শেষে ১৬৬ রানে এগিয়ে রয়েছেন বাবর আজমরা।
দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন ফাহিম আশরাফ। এছাড়া ৭৭ রান করেন অধিনায়ক বাবর আজম। ৪৫ রান করেন করাচি টেস্টে সেঞ্চুরি করা ফাওয়াদ আলম। বাকি ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিচ নর্টেজ শিকার করেন ৫৬ রানে ৫ উইকেট। ৩ উইকেট নেন কেশব মহারাজ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ২৪ রানের ব্যবধানে ফেরেন সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার ৪ ওভার আগে বিপদে পড়েন আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। দলীয় ৮১ রানে ৩২ রান করে ফেরেন তিনি।
দলের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক কুইন্টন ডি কক। পঞ্চম উইকেটে টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ২৫ রানের জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.