পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পণ্ড হয়ে যায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো: বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ১০০ গজও এগোতে পারলেন না। পথেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল।
আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে বীরশ্রষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ ঘটনা ঘটে।
রায়ের প্রতিবাদে আজ শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) বরিশালে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয় মহানগর ছাত্রদল। বেলা ১১টার দিকে বরিশাল প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ আকারে বীরশ্রষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যাচ্ছিলেন।
আনুমানিক ১০০ গজের এই দূরত্বের মাঝপথে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভে বাধা দেয় পুলিশ।
মহানগর ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এ সময় ব্যানার টেনে নিয়ে যায় পুলিশ। বিনা কারণে পুলিশ গণতান্ত্রিক মিছিলে বাধা দিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়েছে।
কোতোয়ালি থানার দায়িত্বরত এসআই রিয়াজুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বিক্ষোভ-মিছিল করার অনুমতি না থাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে মিছিলের চেষ্টা চালালে ধস্তাধস্তি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.