জ্বলানি তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখি

কলকাতা (ভারত) প্রতিনিধি: আশঙ্কা সত্যি করে অন্যান্য জ্বালানির সাথে ডিজেল ও ছুটল সেঞ্চুরি পার করে। গতকাল শুক্রবার রাজ্যে ডিজেল একশত টাকা ছাড়িয়ে গেল। পুরুলিয়ায় এদিন ডিজেলের দর ছিল লিটার প্রতি ১০০ টাকা ৯পয়সা ,কোথাও বা ১১ টাকা ১৪ পয়সা।
শুধু তাই নয় আজ শনিবার সকাল ৬টা থেকে কোচবিহারে ডিজেলের দাম ছিল লিটার প্রতি ১০০ টাকা ৫ পয়সা। আজ থেকে আলিপুরদুয়ারে সেঞ্চুরি হাকাতে চলেছে ডিজেলের দর।
আজ শনিবার থেকে কলকাতায় দর হতে চলেছে লিটার প্রতি ১০৭ টাকা ৭৮ পয়সা। শুক্রবারই সর্বকালের রেকর্ড ছুঁল জ্বালানির দর। এর আগে তিন মেট্রো শহরে অক্টোবর পর্যন্ত জ্বালানির দর একশোর নীচে ছিল। সঙ্গে পাল্লা দিয়ে সবরকমের গ্যাসের দামও ঊর্ধ্বমুখি।
যদিও কেন্দ্রীয় সরকার এসব নিয়ে মাথাঘামাতে রাজি নয়। শুধুমাত্র আন্তর্জাতিক বাজারের দামের দোহাই দিয়ে দায় সারছে।
এদিকে সাধারণ মানুষ সহ মধ্যবিত্তের প্রাণ ওস্ঠাগত। কিভাবে কি ম্যানেজ দেওয়া যাবে সেই চিন্তাতেই বিনিদ্র রজনী যাপন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.