সুবর্ণচরে থানারহাটে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি: “উচ্চ শিক্ষা আমাদের প্রতিজ্ঞা” এ শ্লোগানে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) বিকালে থানারহাট বাজার সংলগ্ন মজিব চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্থানিয় বাজার ব্যবসায়ী ও ছাত্রনেতা আবদুল্লাহ ফারুকের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের মুন্সি (মেম্বার) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এএইচএম তাওফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মো. ফখরুল আলম, ইউপি সদস্য হাবিব উল্লাহ বাহার পলাশ, এডভোকেট মাসুম আরাফাত, স্থানিয় বাজার সেক্রেটারি মো. সাহাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. দুলাল উদ্দিন কিরণ, ইউপি সদস্য মো. মিরাজ উদ্দিন মোক্তার, মোস্তফা কামাল জুয়েল ও তানভীর উদ্দিন বি.কম, মো. আবদুল কাদের, ইউনিয়ন যুবদল সভাপতি মো. জাকের হোসেন সৈকত, বিএনপি নেতা আবদুর রহমান জসিম, শিক্ষক এমদাদ উল্লাহ, আবুল খায়ের ,আবু বকর, ব্যবসায়ী শাহারাজ হোসেন, আবদুল কুদ্দুস, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ইউপি সদস্য বিউটি আক্তার, শ্রমিকদল নেতা আলা উদ্দিন আলোসহ প্রমুখ।
এছাড়াও কলেজ বাস্তবায়নের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির সদস্য আরেজ খান নীল, শিক্ষক রহিম উল্লাহ রহমত ও আনোয়ার, ইউপি সদস্য আবদুর রহিম, এমরান হোসেন সবুজ, পল্লী ডাক্তার মোশাররফ, সাদ্দাম হোসেন রানা, মিলন চৌধুরী, নিশান চৌধুরী, শাহাদাত হোসেন, অলি উদ্দিন, মুকিম বিল্লাহসহ সামাজিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.