সুবর্ণচরে কৃষকদের মাঝে ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে একটি কম্বাইন হারভেস্টার ও একটি পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তাসলিমা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষক এবং কোম্পানীর প্রতিনিধি বৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.