সোমবার যুদ্ধবিরতির আলোচনায় মিসর যাচ্ছেন হামাস প্রতিনিধি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতির আলোচনার জন্য মিসর যাবেন হামাস প্রতিনিধি। সোমবার (২৯ এপ্রিল) তারা কায়রোর উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছে হামাস কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার কায়রো যাবে হামাসের একটি প্রতিনিধি দল। সেখানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারীদের প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবে প্রতিনিধিদল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৫৭৫ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে সাড়ে ১৪ হাজারের বেশি শিশু রয়েছে। শুধু তাই না, নারী রয়েছেন সাড়ে ৯ হাজার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.