সিরিয়ায় সেনা-অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বছরের শুরু থেকেই ইরান-যুক্তরাষ্ট্র ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এরইমধ্যে ঘোষণা ছাড়াই সিরিয়ার তেলসমৃদ্ধ কয়েকটি এলাকায় প্রায় ৭৫ ট্রাক ভর্তি সেনা, অস্ত্র ও সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার সরকারী সংবাদ সংস্থা এসএএনএ’র বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম আইআরআই।

ইরানের সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আজ-জোর এবং দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাখার কয়েকটি এলাকা থেকে তেলসহ প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।

সেমালকা সীমান্ত পথ অতিক্রম করে ট্রাকগুলো সিরিয়ার দুই প্রদেশের মধ্যে ঢুকে পড়ে।

গত অক্টোবরে উত্তর-পূর্ব সিরিয়া থেকে তার সমস্ত সেনা প্রত্যাহারের পূর্ববর্তী সিদ্ধান্তকে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে কুর্দি বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত তেলক্ষেত্রগুলোয় প্রায় ৫০০ সৈন্য মোতায়েন করার ঘোষণা দেয় ওয়াশিংটন।

এরই জেরে যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হামলা থেকে তেলক্ষেত্র এবং স্থাপনা রক্ষা করতেই এ বহর পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.