সমমনা গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ

ঢাকা প্রতিনিধি: বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিতে ১৫ সংগঠনের সমন্বয়ে সমমনা গণতান্ত্রিক জোট আত্মপ্রকাশ করেছে। আজ রবিবার (০৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই জোটের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
টুকু বলেন, ‘বাংলাদেশের মানুষ যে একটি আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন দেখিয়েছিল, সেটি হচ্ছে গণতন্ত্র—আমি আমার ভোট দিয়েছি, সেই ভোটের মূল্যায়ন করতে হবে। পাকিস্তানি সরকার জনগণের ভোটের মূল্যায়ন করেনি, যার ফলে বাংলাদেশের মানুষ বিপ্লব ঘটিয়েছিল।’
বিএনপির এই নেতা বলেন, ‘পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু এখন বাংলাদেশের গুটি কয়েক শ্রেণির লোক দেশের শাসনব্যবস্থাকে গ্রাস করছে এবং তারা যা চাচ্ছে তাই করছে। তারা ১৫৪টি আসনে ভোট ছাড়া নির্বাচিত হয়ে যান এবং দিনের ভোট রাতে করে থাকেন। আর বৃদ্ধ লোকজনকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে গুলি করে এবং মামলা দেয়। এমন একটি অভিজ্ঞতার পরে বাংলাদেশের কোনো মানুষ চায় না আওয়ামী লীগের অধীনে নির্বাচন হোক।’
টুকু বলেন, ‘তারা (আ.লীগ) যতই কথা বলুক না কেন, নির্বাচন তাদের অধীনে সুষ্ঠু হবে না। তার আলামত আমরা দেখতে পাচ্ছি। আবার আমলাদের নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।’
টুকু বলেন, ‘এবার হয় তো রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে। তবে, অন্য কোনো মেকানিজমে হবে। ইভিএম না হলে অন্য কিছু করবে তারা। তবে, ভোটে যাতে জনগণ তাদের ভোট না দিতে পারে, সেজন্য সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে।’
১৫ টি সংগঠনের নেতৃত্বে থাকছেন যারা
ইয়ুথ ফোরাম সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সভাপতি এডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্ট সভাপতি আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদ সভাপতি এডভোকেট আবু ইউসুফ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিজ পার্টি সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চ সভাপতি, মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল সভাপতি মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধ ৭১ সভাপতি আনসার রহমান শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশ সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি বাহাদুর আহমেদ পিন্টু, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মো. ওমর ফারুক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.