শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

 

আরএমপি প্রতিবেদকআজ বুধবার সন্ধ্যার সময় আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম রাজপাড়া ও বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী মহানগর এলাকার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলেন ও শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি আইন শৃংঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোজখবর নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র ডিসি(বোয়ালিয়া) মোঃ আমির জাফর, ডিসি (ডিবি)আবু আহম্মেদ আল-মামুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরীর শাখার সভাপতি অলক কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদ রাজশাহী মহানগর শাখার সেক্রেটারী শ্যামল কুমার রায়, আরএমপির নবগঠিত ক্রাইসিস রেসপন্স টিম(সিআরটি) এর টিম কমান্ডার মোঃ আব্দুর রশিদ, সিআরটির প্রধান প্রশিক্ষক বেন কিরিংস্কি, সহকারী প্রশিক্ষক ড্রিউ কোশিনি, এসি(বোয়ালিয়া) মোঃ একরামুল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ ইফতে খায়ের আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও সিআরটির সদস্যবৃন্দ।

পূজামন্ডপগুলোতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপনের আহবান জানান। পূজা মন্ডপ পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বিসর্জন ঘাট পরিদর্শন করেন। উল্লেখ্য এ বছর রাজশাহী মহানগরীতে পূজা মন্ডপের সংখ্যা ৯৮ টি। প্রতিটি পূজা মন্ডপে আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র  ইফতেখায়ের আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.