শহীদ এ,এইচ,এম কামারুজ্জামানের সমাধিতে রামেবির উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি


সংবাদ বিজ্ঞপ্তি: জেলহত্যা দিবসে গভীর শোক আর শ্রদ্ধায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) জাতীয় চার নেতাকে স্মরণ করেছেন। এ দিবসটি উপলক্ষে আজ ০৩ নভেম্বর বুধবার রামেবি নানা কর্মসূচি পালন করছে। সকাল ১০টা শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান, উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন।
এরপর সকাল ১১ টায় রামেবি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে জেলহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ,এইচ,এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার ধারাবাহিকতায় আড়াই মাসের মাথায় জাতীয় এই চার নেতাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে ঘাতকরা। কারাগারের মতো কঠোর নিরাপত্তা প্রকোষ্ঠে এ ধরনের নারকীয় হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য আরো বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দি থাকাবস্থায় তাঁর অবর্তমানে ১৯৭১ সালে জাতীয় চার নেতা মুজিবনগর সরকার গঠন, রণনীতি ও রণকৌশল প্রণয়ন, প্রশাসনিক কর্মকাÐ ও মুক্তিযুদ্ধ পরিচালনা, ক‚টনৈতিক তৎপরতাসহ মুক্তিযুদ্ধকে জনযুদ্ধে পরিণত করতে অসামান্য অবদান রাখেন। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন, কোষাধ্যক্ষ, প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, কোষাধ্যক্ষ, রামেবি, ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, পরিচালক (প.উ.), ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক ( অ.হি.) রামেবি,অধ্যাপক ডা. জাওয়াদুল হক, কলেজ পরিদর্শক রামেবি, ডা. মো: সারওয়ার জাহান,উপ- পরীক্ষা নিয়ন্ত্রক, উপ- কলেজ পরিদর্শক ডা. মোহাম্মদ মেহেরওয়ার হোসেন, শুভেন্দু দত্ত,সেকশন অফিসার,মো: রাসেদুল ইসলাম, কবির আহমেদ, মো: আব্দুস সোবহান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো: নাজমুল হোসাইন, মোসা: সিমা আক্তার,মেহেদী মাসুদ সানি , মো: আসরাফুল ইসলাম, মো: মেহেদী হাসান , মো: গোলাম রহমানসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়া দুপুর ১ টায় দিকে রামেবির উপাচার্য রাজশাহীর ছোটমনি নিবাসে ছোট শিশুদের মাঝে খাবার বিতরন করেন। পরে তাদের সাথে কুশলাদী বিনিময় করেন। এই সময় উপস্থিত ছিলেন রামেবির কোষাধ্যক্ষ, প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ ও ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনির, পরিচালক (প.উ.)।
সংবাদ প্রেরক-কবির আহমেদ, জনসংযোগ দপ্তর, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.