কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের জুরি হচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী, আর কারা আছেন তালিকায়

বিটিসি বিনোদন ডেস্ক: চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
এবারের উৎসবের প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরি মার্কিন অভিনেত্রী ও পরিচালক গ্রেটা গারউইগ।
অন্য বিচারকেরা হলেন, মার্কিন অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী ইভা গ্রিন, ফরাসি অভিনেত্রী ওমর সাই, তুর্কি চিত্রনাট্যকার ও আলোকচিত্রী ইবরু সেলান, লেবাননের অভিনেত্রী ও নির্মাতা নাদিন লাবাকি, স্প্যানিশ নির্মাতা হুয়ান আন্তোনিও বায়োনা, ইতালীয় অভিনেতা পিয়েফ্রানসেস্কো ফ্যাভিনো ও জাপানি নির্মাতা কোরে-এডা হিরোকাজু।
আগামী ১৪ মে থেকে ২৫ পর্যন্ত চলবে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। এবার স্বর্ণপামের জন্য লড়বে ২২টি চলচ্চিত্র।
কুয়েন্টিন ডুপিয়েক্সের ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ দিয়ে শুরু হবে এবারের উৎসব। ফরাসি এই কমেডি সিনেমায় অভিনয় করেছেন লি সেডক্স, ভিনসেন্ট লিনডন, লুইস গ্যারেল প্রমুখ।
আগামী ২৫ মে উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হবে স্বর্ণপামজয়ী সিনেমার নাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.